Last Updated: Sunday, March 25, 2012, 20:42
কর্তৃপক্ষের অসাবধানতায় শিবপুর বোটানিকাল গার্ডেনের ভিতর দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ আনলেন পরিবেশপ্রেমীরা। আগুন জ্বালিয়ে রাস্তা সারাইয়ের কাজ চলছে বোটানিক্যাল গার্ডেনের ভিতর। আর এর জেরে বাগানের ভিতরের গাছপালার ক্ষতি হচ্ছে বলে পরিবেশপ্রেমীদের অভিযোগ। এমনকী, এতে সমস্যায় পড়ছেন প্রাতঃভ্রমণকারীরাও। যদিও বাগান কর্তৃপক্ষের দাবি, যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছে। গাছের কোনও ক্ষতি হচ্ছে না বলেও তাদের দাবি।