Last Updated: Wednesday, March 20, 2013, 16:03
সে মেয়ে, তাই স্কুলে যাওয়ার `অপরাধে` তালিবানরা ওকে খুন করতে চেয়েছিল। গত বছরের ৯ অক্টোবর উত্তর পশ্চিম পাকিস্তানে স্কুলবাসের মধ্যে তার মাথা, বুক লক্ষ্য করে গুলি করে তালিবান৷ একটি গুলি তার বা চোখের ওপর ফুঁড়ে ঢুকে যায়। এরপর জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে ফেরে মালালা। সেই মালালা ফের স্কুলে যোগ দিল। প্রায় ৬ মাস পর আবার শুরু হল তার পড়াশোনা৷ সুস্থ হয়ে গতকালই সে যোগ দিয়েছে ব্রিটেনের বার্মিংহামের এজবাস্টনের একটি মেয়েদের স্কুলে৷ স্কুলের নাম এজব্যাস্টন গার্লস হাইস্কুল।