Last Updated: Saturday, March 31, 2012, 11:05
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকায় খানপুর গ্রামের ৫টি বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ভোররাতে খানপুর গ্রামের একটি বাড়িতে আগুন লেগে যায়। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গ্রামের ৫টি বাড়ি।