Last Updated: Saturday, December 29, 2012, 16:47
আই লিগে কলকাতার ডার্বি ম্যাচে খেলার মাঝপথে দল তুলে নেওয়ায় দু বছর ভারতের সেরা এই ফুটবল প্রতিযোগিতায় খেলতে পারবে না মোহনবাগান। এই সিদ্ধান্তের পর গোটা রাজ্য উত্তাল। শহরে বিক্ষোভও হল। ফেসবুক, টুইটার দেশের ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ল। চলুন এক নজরে দেখেনি মোহনবাগান সমর্থক, আর ইস্টবেঙ্গল সমর্থকরা কি বলছেন।