Last Updated: Tuesday, January 8, 2013, 20:22
বেশ কয়েক বছর ধরে সিঙ্গাপুর, লন্ডন, ম্যাকাও, মরিশাস ও দুবাইতে আসর জমিয়ে আবার ভারতের মাটিতে ফিরে এল জি সিনে অ্যাওয়ার্ডস। গত রবিবার এবছরের জি সিনে অ্যাওয়ার্ডসের আসর বসেছিল মুম্বইয়ের ঐতিহ্যশালী সেই যশরাজ ফিল্মস স্টুডিওতেই। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর উপলক্ষে শ্রদ্ধা আর ভালবাসায় মোড়া ছিল জি সিনে অ্যাওয়ার্ডসের রেড কার্পেট।