Last Updated: Tuesday, June 17, 2014, 18:14
মালদহে শিশু-পাচারচক্র ফাঁস হতেই একবার সামনে চলে এসেছে এর ভয়ঙ্কর জাল। প্রতি ৮ মিনিটে এদেশে পাচার হয়ে যায় একটি শিশু। তথ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর। পাচার-চক্রের জাল ছড়িয়ে গোটা বিশ্বেই। যার মূল শিকার ভারতবর্ষ। আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধের সংখ্যা। বিক্রি হয়ে যাচ্ছে শৈশব। শিশু পাচারকারীদের কাছে ক্রমেই স্বর্গোদ্যান হয়ে উঠছে ভারত। ছড়াচ্ছে পাচারচক্রের জাল।