Last Updated: Friday, August 17, 2012, 17:53
প্রত্যাশিতভাবেই কয়লার ব্লক বণ্টন সম্পর্কিত ক্যাগ রিপোর্ট নিয়ে উত্বপ্ত হয়ে উঠল সংসদ। সেই সঙ্গে রাজনৈতিক উত্তাপে অনুঘটক হল, ক্যাগ রিপোর্টে উল্লিখিদত দিল্লি বিমানবন্দরের বেসরকারিকরণ এবং সাসনের বিদ্যুত্ প্রকল্পের বরাত সংক্রান্ত অনিয়মও। এদিনই রাজ্যসভায় পেশ হয় বহুচর্চিত এই ক্যাগ রিপোর্ট। ২০০৪ থেকে ২০০৯-এর মধ্যে ১০০টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থাকে ১৯৪টি কয়লার ব্লক বণ্টন করে কেন্দ্রীয় সরকার।