Last Updated: Saturday, February 22, 2014, 20:26
তৃণমূল সমর্থিত সরকারি কর্মীদের সভায় দাঁড়িয়ে কো-অর্ডিনেশন ভেঙে দেওয়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার নয়, তিন তিনবার তাঁর বক্তব্যে জায়গা করে নিল কো-অর্ডিনেশন কমিটির প্রতি তোপ। গত আড়াই বছর ধরে সরকারি ব্যবস্থার যেকোনও ত্রুটির জন্যই বারবার আঙুল উঠেছে কো-অর্ডিনেশন কমিটির দিকে। কখনও অভিযোগ মুখ্যমন্ত্রীর। কখনও অন্য মন্ত্রীরা। ফাঁকিবাজ, অকর্মণ্যের মতো তকমা সেঁটে দেওয়া হয়েছে কো-অর্ডিনেশনের গায়ে। এবার আর অভিযোগ নয়, সরাসরি সংগঠনকে ভেঙেই দিতে বললেন মুখ্যমন্ত্রী।