Last Updated: Monday, April 1, 2013, 18:43
দক্ষিণ দিল্লির খামার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএসপি নেতা তথা `রিয়েল এস্টেট টাইকুন` দীপক ভরদ্বাজের খুনে জড়িত চার জনকে গ্রেফতার করল পুলিস। সোমবার এক সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিসের (দক্ষিণ) ডেপুটি কমিশনার ছায়া শর্মা জানিয়েছেন পুরুষোত্তম রানা ওরফে মনু, সুনীল মান ওরফে সোনু, গাড়ির মালিক রাকেশ ওরফে ভোলা এবং ড্রাইভার অমিতকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রাকেশের দেওয়া তথ্যের ভিত্তিতেই অমিতকে গ্রেফতার করা গিয়েছে।