Last Updated: Sunday, March 31, 2013, 22:22
দুহাজার ছয়ের একত্রিশে মার্চ শুরু হয়েছিল পথ চলা। দেখতে দেখতে কেটে গেল সাত বছর। আজ সাত পেরিয়ে আটে পা দিল আপনাদের প্রিয় বাংলা খবরের চ্যানেল ২৪ ঘণ্টা। গত সাত বছরে আমরা সবসময় চেয়েছি আপনাদের চাহিদা পূরণ করতে। শুধুমাত্র নিরপেক্ষ সংবাদ পরিবেশন আর উপস্থাপনার গুণই নয়, আমরা সব খবর পৌঁছে দিয়েছি আপনাদের ড্রয়িং রুমে সবার আগে। আক্ষরিক অর্থেই গত সাত বছরে এক মুহূর্তের জন্যও খবর থেমে থাকেনি ২৪ ঘণ্টায়।