Last Updated: Friday, November 16, 2012, 23:10
দালালদের ক্রমাগত হুমকি ও চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন জমির মালিক। এই ঘটনা ঘটেছে হুগলির চণ্ডীতলার পাঁচঘড়ায়। অভিযোগ, জমি বিক্রি করে
দেওয়ার জন্য দিনের পর দিন খুনের হুমকি দেওয়া হচ্ছিল ওই ব্যক্তিকে। বহুবার মারধর পর্যন্ত করা হয় তাঁকে। ওই ব্যক্তির সুইসাইড নোটে যে দুটি নামের উল্লেখ রয়েছে,
তারা স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থক।