Last Updated: Friday, August 10, 2012, 14:00
মঙ্গলগ্রহের আরও কিছু রঙিন ছবি পাঠাল নাসার রোবোযান কিউরিওসিটি। নাসাসূত্রে জানা গিয়েছে, এবার গেইল ক্রেটারের দিগন্তব্যাপী ছবি পাঠিয়েছে কিউরিওসিটি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছে, যে কটি ছবি পৃথিবীতে এসেছে, মঙ্গলগ্রহে ইতিমধ্যেই তার আটগুণ বেশি পর্যবেক্ষণ করে ফেলেছে কিউরিওসিটি।