Last Updated: Thursday, October 11, 2012, 18:17
উত্তর পূর্ব চিনের শ্যাংডং প্রদেশে গাওমিতে কৃষক পরিবারে জন্ম মো ইয়ানের। মো ইয়ান মানে কথা বলো না। যদিও এটা তাঁর ছদ্মনাম। আসল নাম গুয়ান মোয়ে। কিন্তু ছদ্মনামেই তিনি রেড সরঘ্যাম, দ্য গার্লিক ব্যালাডস, দ্য রিপাবলিক অফ ওয়াইন, বিগ ব্রেস্টস অ্যান্ড ওয়াইড হিপস, লাইফ অ্যান্ড ডেথ আর ওয়্যারিং মি আউটেরমতো বহু উপন্যাস লিখেছেন। এ ছাড়া এক্সপ্লোশনস অ্যান্ড আদার স্টোরিস, শিফু: ইউ উইল ডু এনিথিং ফর এ লাফের মতো বহু স্বনামধন্য ছোটগল্প সঙ্কলনের রচয়িতাও তিনিই। চিনা সমাজজীবনের দলিল বলে খ্যাত মো ইয়ানের রচনায় লু শুনের রাজনৈতিক সমালোচনা এবং গ্যাব্রিয়েল গর্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়ালিজমের প্রভাব পাওয়া যায় বলে সমালোচকদের মত।