Last Updated: Tuesday, June 12, 2012, 21:16
শিক্ষা প্রতিষ্ঠানের ওপর শাসক দলের চোখরাঙানি। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা সত্বেও যে এতটুকুও কমেনি তা আরও একবার প্রমাণ করে দিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। রায়গঞ্জ, রামপুরহাট কলেজের পরম্পরা মেনে খোদ কলকাতার বুকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যারা বুকফুলিয়া তাণ্ডব চালাল, তারা শাসকদলেরই ছাত্র সংগঠনের নেতা।