Last Updated: Wednesday, June 25, 2014, 23:32
পুজোর পর আলুর দর সেই যে উর্ধমুখী হল, নামার আর লক্ষণ নেই। বাজারে এখন জ্যোতি আলু কুড়ি টাকা ছুইছুই। আলু কেন লাগামছাড়া হয়ে গেল ? এবছর সঙ্কট তৈরি হয়েছে গোড়াতেই। মাঠ থেকেই আলুর একটি বড় অংশ চলে গিয়েছে ভিন রাজ্যের হিমঘরে।