Last Updated: Thursday, November 15, 2012, 20:27
রাজ্যের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পরও নতুন বাসভাড়া নিয়ে বিভ্রান্তির জট কাটল না। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানিয়েছেন, প্রতি স্টেজে এক টাকা করেই ভাড়া বাড়বে। কিন্ত নতুন স্টেজ বিন্যাসের ফলে ভাড়াবৃদ্ধিতে যে অসামঞ্জস্য তৈরি হয়েছে, তা কী করে কাটবে সেব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি মন্ত্রীর কথায়। যদিও বাস মালিকরা জানিয়ে দিয়েছেন, নতুন করে স্টেজের পূনর্বিন্যাস হলে তা তাঁরা মানবেন না। সরকার ঘোষিত বর্ধিত বাসভাড়া চালু হওয়ার পর থেকেই চলছে বিভ্রান্তি। সরকার প্রতি স্টেজে একটাকা ভাড়াবৃদ্ধির কথা ঘোষণা করলেও বাস্তবে অনেকটাই বেশি ভাড়া দিতে হচ্ছে ।