Last Updated: Monday, February 11, 2013, 13:15
আজ ১১ফেব্রুয়ারি। প্রমিস ডে। ভাঙার জন্যই নাকি প্রমিসের জন্ম, এই বহুল প্রচলিত কথাটিকে আজকে থেকে গঙ্গায় বিসর্জন দিন। ভালবাসার মানুষটির কাছে কথা দিয়ে কথা না রাখার আপনার যে বদনামটি আছে সেটা ঘুচিয়ে ফেলার আজকের থেকে ভাল সুযোগ আর পাবেন না। আজকে স্পেশাল সেই তাকে বুঝিয়ে দিন ভালবাসার যে প্রমিসটা তাকে আপনি করেছিলেন তার মধ্যে খাদ নেই একটুও।