Last Updated: Monday, October 8, 2012, 22:48
পাগলাটে হেয়ারস্টাইলিস্ট, দুজন সমাজকর্মী, ডিভোর্সি দম্পতি এবং আরও দশজন জন সেলেব্রিটি। অসম এবং অনবদ্য এই ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়ে গেল `বিগ বস সিক্সথ সিসন`এর ধুন্ধুমার যজ্ঞ। এবারের ট্যাগ লাইন `অলাগ চে`, অন্য স্বাদের। শো এর `গালা ওপেনিং`এ হোস্ট সলমন খান নিজস্ব স্টাইলে বডি গার্ড আর মাশাআল্লা থেকে পারফর্ম করলেন। পরে যোগ দেন রানি মুখার্জী। নিজের ছবি `আইয়া` প্রোমোট করতে এসে সলমানকে শেখালেন `বেলিডান্স`।