Last Updated: Tuesday, September 10, 2013, 08:48
হার্ড কোর্টে রাফা রাজ অব্যাহত। সোমবার ইউএস ওপেনের ফাইনালে বর্তমানে পুরুষদের টেনিস দুনিয়ার সেরা দুই মহারথীর লড়াইয়ে শেষ হাসিটা হাসলেন রাফায়েল নাদালই। কোর্ট জুড়ে তাঁর অবিশ্বাস্য ক্ষিপ্রতা, টপস্পিনের কাছে হার মানলেন বিশ্বের অধুনা এক নম্বর নোভাক জকোভিচ। জোকারকে ৬-২, ৩-৬, ৬-৪, ৬-১ সেটে পরাজিত করলেন রাফা। ইউএস ওপেনের ট্রফিটা দখল করার সঙ্গে সঙ্গেই রাফা টুপিতে যুক্ত হল ১৩টি গ্র্যান্ডস্লামের পালক। নাদালের সামনে এখন শুধু ফেডেরার (১৭) এবং পিট সাম্প্রাস (১৪)।