Last Updated: Wednesday, October 2, 2013, 22:38
সারদার আমানতকারীদের সবেমাত্র গত পরশু থেকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এর মাঝেই খবরে চলে এল আরও একটি চিটফান্ড। আইকোর সংস্থার আত্মঘাতী এক এজেন্টের দেহ নিয়ে ভবানীপুরে সংস্থার মলে গিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারী, এজেন্টরা। আইকোর সংস্থার এজেন্ট প্রশান্ত দাস, আজ সকালে বেলঘড়িয়ায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন। আমানতকারীদের কাছে ৭০ লক্ষ টাকার দেনা ছিল প্রশান্তবাবুর। তাঁর পরিবারের দাবি, দেনা শোধ করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তিনি।