Last Updated: Saturday, November 10, 2012, 10:23
দীপাবলীর আগে এখন সাজো সাজো রব বাঁকুড়ার কালীতলার বড়কালীর মন্দিরে। জনশ্রুতি বলে প্রায় সাড়ে ৩০০ বছর আগে এখানে শ্মশানে কালীর উপাসনা শুরু করেন রঘু ডাকাত। তারপর কালীতলায় মন্দির প্রতিষ্ঠা করে দেবী কালিকার আরাধনা শুরু করে চট্টোপাধ্যায় পরিবার। ঐতিহ্যশালী এই মন্দিরের সঙ্গে জড়িয়ে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও।