Last Updated: Tuesday, June 18, 2013, 15:01
বিজেপির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হল বিহার। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও জেডিইউ সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। বনধের প্রভাব পড়েছে রাজধানী পাটনার জনজীবনে। দোকান পাট খোলেনি। পরিবহণ ব্যবস্থাও ছিল বিপর্যস্ত। জায়গায় জায়গায় রেল অবরোধ করেন বিজেপি সমর্থকরা। যদিও, ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। পাটনায় ধর্মঘট ব্যর্থ করতে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শহর নালন্দাতেও বনধ ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বনধে অশান্তির জন্য জেডিইউকেই দায়ী করেছে বিজেপি।