Last Updated: Thursday, July 10, 2014, 18:04
ফের সন্ত্রাসের ছায়া মহারাষ্ট্রে। থানার সামনে বোমা বিস্ফোরণে জখম হলেন তিনজন। তাঁদের মধ্যে একজন কনস্টেবল। পুনের ফরাসখানা থানার সামনে পার্কিং এরিয়ায় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা কম হলেও, তার ধরন কপালে ভাঁজ ফেলেছে পুলিসকর্তাদের। পার্কিং এরিয়ায় দাঁড় করানো একটি বাইকে এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটে। পুনের পুলিস কমিশনার সতীশ মাথুর জানিয়েছেন, এই ঘটনায় সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।