Last Updated: Sunday, July 6, 2014, 11:03
ফের মিড-ডে মিলে বিষক্রিয়া। এবার খাবারে মিলল সাপ। আর তাই খেয়েই অসুস্থ হয়ে পড়ল ৫৪জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারিতে। গতকাল মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয় মেঘপুর মিডল স্কুলে পড়ুয়াদের। আর তাতেই মেলে লম্বা কালো পদার্থটি। অভিভাবকদের অভিযোগ, সাপ সুদ্ধুই রান্না হয়ে গিয়েছিল খিচুড়ি। অসুস্থ ছাত্রছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।