Last Updated: Saturday, April 12, 2014, 22:11
পাড়ুই হত্যাকাণ্ড মামলায় কিছুটা অক্সিজেন পাওয়ার পর ফের স্বহিমায় অনুব্রত মণ্ডল। তৃণমূলের আমলে তিন বছরে রাজ্যে বহু উন্নয়ন হয়েছে। কিন্তু বামেরা তা দেখতে পায় না। কোথায় কি উন্নয়ন হয়েছে তা দেখাতে গরুর গাড়ি করে ঘোরানো হবে বাম নেতাদের। আজ রামপুরহাটের কাশীপুরে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।