Last Updated: Wednesday, April 10, 2013, 22:21
দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটেলর। ১৯৮৪-র শিখ দাঙ্গায় টাইটেলরের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে টাইটেলরকে `ক্লিনচিট` দেওয়া সত্ত্বেও দিল্লির আদালতের নতুন তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।