Last Updated: Sunday, October 27, 2013, 19:27
এখনও জলবন্দি কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের বেহালার রবীন্দ্রনগর এলাকা। এই এলাকা দিয়েই বেহালার সবকটি ওয়ার্ডের জমা জল বের হয়। সংলগ্ন বেগোড়া খাল সংস্কার হয়নি। নেই ওয়ার্ডের পরিকল্পিত নিকাশি ব্যবস্থা। সবমিলিয়ে জমা জলে নরকযন্ত্রণা ভোগ করছেন ওয়ার্ডের বাসিন্দারা।