Last Updated: Saturday, June 22, 2013, 11:21
সাম্বা নয়। বিখ্যাত রিও ডি জেনিরোর কার্নিভ্যাল নয়। দেশজো়ডা বিক্ষোভের জেরে এখন ব্রাজিলের দিকে নজর গোটা বিশ্বের। রাজধানী ব্রাসিলিয়াসহ দেশের একশোটির বেশি শহর এখন বিক্ষোভকারীদের দখলে। বিশ্বকাপ ফুটবল এবং অলিম্পিকের খরচ তুলতে বাড়তি কর বসানো যাবে না। এই দাবিতে রাস্তায় নেমেছেন ব্রাজিলের মানুষ। খাস ফুটবলের দেশে ফুটবলের নামে অর্থ অপচয়ের এই বিরোধিতা, চমকে দিয়েছে গোটা বিশ্বকে।