Last Updated: Sunday, July 28, 2013, 21:56
রাজ্যে বেড়ে চলা ধর্ষণে বিব্রত বাংলার মুখ শাহরুখ খান। শনিবার আগামী ছবি চেন্নাই এক্সপ্রেসের প্রচারে কলকাতায় এসে উদ্বেগ করলেন শাহরুখ। তিনি বলেন, "কোনও বিশেষ শহরের নয়, মহিলাদের নিরাপত্তা পুরো দেশের চিন্তার বিষয়, এমনকী গোটা বিশ্বের। সবসময়ই আমরা ঘটনা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলতে পারি না যে এটা খারাপ...আমি মনে করি আমরা সন্তানদের যেইভাবে বড় করি, সেটা আমাদের বদলানো উচিত।