Last Updated: Wednesday, January 23, 2013, 08:33
মালিক ও কর্মচারীকে মারধর করে পেট্রোল পাম্প থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি আসানসোন দক্ষিণ থানার ভগতপাড়ায় ঘটনাটি ঘটে। সেইসঙ্গে তারা মলিক সঞ্জীব কুমার রায়ের সোনার চেন ও আঙটিও ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় ওই দুজনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।