Last Updated: Wednesday, July 10, 2013, 20:19
আগের ছবি উড়ান উড়ে গিয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে। দর্শকের, বিশেষত বাঙালি দর্শকের প্রত্যাশারও উড়ান তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের নাম বিক্রমাদিত্য মোতওয়ানে। কাজেই, রিভিউ করতে গিয়ে অনায়াসেই চোখ-কান সজাগ হয়ে গিয়েছিল আপনা থেকেই, যেটা অন্য ছবির ক্ষেত্রে তেমন হয় না। উড়ানে ওঠার সিঁড়িটার ওপর দিকেই দৃষ্টি ছিল। ভাবিনি সিঁড়ির কয়েকধাপ উঠেই আবার নিচের দিকে দৃষ্টি দিতে হবে যাতে পড়ে গিয়ে হোঁচট না খাই।