Last Updated: Saturday, December 21, 2013, 21:23
দিল্লিতে সরকার গড়ার ইঙ্গিত দিলেন আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, দিল্লির মানুষ চান সরকার গড়ুক আপ। রাজধানীর বিভিন্ন প্রান্তে সভা করে সেই বার্তাই পেয়েছে বলে জানিয়েছেন মণীশ সিসোদিয়া। সরকার গড়া নিয়ে নিজেদের অবস্থান সোমবার স্পষ্ট করবে আম আদমি পার্টি। আম আদমি পার্টির অবস্থান বদলানোয় কেজরিওয়ালদের ঠুকেছে বিজেপি। মিলিজুলি সরকারই কি হতে চলেছে দিল্লিতে? সোমবার উত্তরটা স্পষ্ট হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে আম আদমি পার্টি সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। আপ নেতা মণীষ শিশোদিয়া সেরকমই ইঙ্গিত দিয়েছেন।