Last Updated: Monday, October 8, 2012, 18:36
গুড়িয়া-কাণ্ডে চার্জশিট পেশ করল সিআইডি। ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও তথ্য প্রমান লোপাটের অভিযোগ আনা হয়েছে। মূল অভিযুক্ত হোমের সম্পাদক উদয়চাঁদ কুমার। ফরেনসিক রিপোর্ট পাওয়ায় পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে জানা গেছে। গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমের ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। গত পয়লা জুলাই এই হোমের আবাসিক গুড়িয়া নিহত হন। তারও পাঁচদিন আগে তাঁর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এই গুড়িয়াকে খুনের আগে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত গুড়িয়াকে মাটিতেও পুঁতে দেওয়া হয়। চব্বিশ ঘণ্টার খবরের জেরে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তদন্তে নেমেছিল সিআইডি। সেই তদন্ত শেষেই এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।