Last Updated: Saturday, March 22, 2014, 13:46
ভোটের মুখেই বড় চমক দিল নরেন্দ্র মোদীর দল। বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট সাংবাদিক এমজে আকবর। দিল্লিতে বিজেপির সদর দফতরে শনিবার তাঁকে বরণ করে নিলেন দলীয় সভাপতি রাজনাথ সিং। এমজে আকবরকে প্রার্থীও করা হতে পারে। এমজে আকবরের পাশাপাশি, প্রাক্তন আমলা নন্দকিশোর সিংও বিজেপিতে যোগ দিতে পারেন। শুক্রবারই সংযুক্ত জনতা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এনকে সিং।