Last Updated: Sunday, December 23, 2012, 21:25
আই লিগে পরপর দু ম্যাচে হারতে হল ইস্টবেঙ্গলকে। প্রয়াগ ইউনাইটেডের পর এবার লাল হলুদের আই লিগ যাত্রায় কাঁটা ছড়িয়ে দিল মুম্বই এফসি। রবিবার পুণেতে ট্রেভর জেমস মরগ্যানের দল ১-২ গোলে হারল মুম্বই এফসির বিরুদ্ধে। এই ম্যাচে হারায় আই লিগের ম্যারাথন দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল লাল হলুদ। আই লিগের পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল এখন চার নম্বরে। ১১ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২১ পয়েন্ট।