Last Updated: Thursday, January 26, 2012, 22:20
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৃণমূল কর্মী ইউনিয়ন এনআরএস হাসপাতালের মধ্যে আয়োজন করেছিল গানবাজনার। যেখানে গাড়ির সামান্য হর্ণ বাজানোও সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানেই তারস্বরে বাজছে বড় বড় বক্স। মাইক বাজিয়ে চলছিল গান বাজনাও।