Last Updated: Friday, November 9, 2012, 10:04
ভয়ঙ্কর ঘূর্নিঝড় স্যান্ডির আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি আমেরিকাবাসী। তার আগেই মার্কিন মুলুকের উত্তরপূর্বাঞ্চলে ফের থাবা বসালো আরও একটি ঘূর্নিঝড় এথেনা। যার প্রভাবে বুধবার থেকে নিউইয়র্ক, নিউজার্সি সহ বেশকয়েকটি শহরে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ মাইল বেগে ঝোড়ো হাওয়া। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটে উপড়ে ও তার ছিঁড়ে, নিস্প্রদীপ লক্ষাধিক বাড়ি। স্যান্ডির তাণ্ডবে দীর্ঘদিন অন্ধকারে ডুবে থাকার পর যেসব বাড়িতে বিদ্যুত সংযোগ স্থাপিত হয়েছিল, এথেনার থাবার ফের আঁধার নেমে এলো তাঁদের জীবনে। নিউইয়র্কের স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরে কবে ফের বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হবে, সেটা এখন তাদের পক্ষে বলা সম্ভব নয়। কারণ বৃষ্টি চলতে থাকায় মেরামতির কাজও করতে পারছেন না কর্মীরা। এঅবস্থায় নিউইয়র্কবাসীর জন্য বিশেষ কমিউনিটি হল খুলেছে স্থানীয় প্রশাসন। সেখানে কম্বল এবং ব্যাটারি চালিত হিটার দেওয়া হয়েছে।