Last Updated: Thursday, June 20, 2013, 14:24
সকাল থেকেই কার্ডিফে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। পরে দিকে বৃষ্টি থামলেও সূর্যের দেখা নেই, মাঠও বেশ ভিজে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। স্থানীয় আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আজ সারাদিনই বৃষ্টি হতে পারে। তাহলে অবশ্য ম্যাচ হওয়ার প্রশ্ন নেই। প্রতিযোগিতায় কোনও রিজার্ভ ডে-এর ব্যবস্থা নেই, তাই ফয়সালা আজই হবে। খেলা না হলে সুপার ওভার করার চেষ্টা হবে। দুটো দল এক ওভার করে। সেটাও সম্ভব না হলে গ্রুপ শীর্ষে থাকার সুবিধেয় ভারত ওভাল ফাইনালে চলে যাবে।