Last Updated: Wednesday, September 5, 2012, 12:15
কখনও বিকিনি , কখনও স্বল্পাবাস, কখনও আবার নির্জন ঘনিষ্ঠতা। পর্দায় বিপাশা বসু মানেই এ সব কিছুর জন্য অপেক্ষা করে থাকা। বিপাশা নিজেও জানেন সে কথা। `বঙ্গ বম্বশেল` রাজ থ্রি`র প্রচারে বললেন, " জানি ভাল অভিনয়ের পাশাপাশি আমার কাছে দর্শকরা `বোল্ড সিনে`, চুম্বনের দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে থাকে।