Last Updated: Thursday, June 19, 2014, 10:40
লাভপুর হত্যাকাণ্ডে ছাড় পেয়ে গেলেন মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক মণিরুল ইসলাম। আদালতে জমা পড়া দ্বিতীয় চার্জশিটেও নাম নেই অভিযুক্ত বিধায়কের। সেজন্যই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। অথচ প্রকাশ্য সভায় নিজে মুখেই তিনজনকে মেরে ফেলার কথা স্বীকার করেছিলেন মণিরুল ইসলাম। দু -দুবার চার্জশিট হলেও কেন মণিরুল ইসলামের নাম বাদ পড়ল তানিয়েই উঠছে প্রশ্ন। দুহাজার দশে লাভপুরের দ্বারকায় পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম সমর্থক তিন ভাই ধানু, কুটুন ও ওইজুদ্দিন শেখকে। তিনজনকে পায়ে পিষে মারার কথা জনসভায় সদম্ভে ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মণিরুল ইসলাম।