Last Updated: Tuesday, May 15, 2012, 20:10
জেলাশাসক অ্যালেক্স পল মেননের অপহরণের এক মাস না কাটতেই ফের সুকমা থেকে ২ জনকে অপহরণ করল মাওবাদীরা। অপহৃতদের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতাও রয়েছেন। পুলিসসূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বিজেপির সুকমা জেলা সম্পাদক মোচাকি জোগা বাসে করে বাড়ি ফিরছিলেন।