Last Updated: Saturday, December 10, 2011, 22:42
অগ্নি নির্বাপণ বিধি না মানলে তার পরিণতি কত করুণ এবং ভয়াবহ হতে পারে তারই সাক্ষী ঢাকুরিয়ার এএমআরআই। কিন্তু সরকারি হাসপাতালের চিত্রটাই বা কী ? কতটা সুরক্ষিত সেখানকার রোগীরা। মেডিক্যাল কলেজ, এই হাসপাতালের বহু পুরনো বিল্ডিং এম সি এইচ। কিন্তু এই বিল্ডিং-এর নীচেই রয়েছে কফিহাউস।