Last Updated: Friday, September 21, 2012, 17:00
২১ সেপ্টেম্বর ২০১২। ৩২ বছর পূর্ণ করলেন ভারতের এক নম্বর ফিল্মি ফ্যামিলির মেয়ে, এই মুহূর্তের এক নম্বর হিরোইন করিনা কাপুর। আর এই দিনই মুক্তি পেল তাঁর জীবেনর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি `হিরোইন`। অন্যদিকে আবার সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হতে চলেছে বিয়ের আগে করিনার শেষ জন্মদিন!