Last Updated: Friday, July 11, 2014, 19:21
কাটা ঘায়ের জালা ঘোচাতে বোধহয় ভুলে যাওয়া যায় চির শত্রুতাও। নিজে চোট পেয়ে মাঠের বাইরে থাকলেও জার্মানির কাছে দেশের হার মেনে নিতে পারছেন না নেইমার। আর তাই স্পষ্ট জানিয়েই দিলেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করছেন তিনি।