Last Updated: Friday, April 11, 2014, 10:57
২০১২ সালের ডিসেম্বর মাসে রাজধানীর রাস্তায় চলন্ত বাসে পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিলেন তাঁদের একমাত্র মেয়ে। মৃত্যুর সঙ্গে তীব্র লড়াই করেও শেষ পর্যন্ত পরাজিত হয়ে ছিলেন তাঁদের সেই অসম সাহসী মেয়ে। সন্তান হারানোর যন্ত্রণা এখনও তাঁদের কুড়ে কুড়ে খায়। শুক্রবার সারা দেশের সঙ্গেও তাঁরাও বিস্মিত, ক্ষুব্ধ হলেন ধর্ষণে ছেলেদের ভূমিকা নিয়ে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের মন্তব্যে। তাঁরা দিল্লি গণধর্ষণ কাণ্ডের শিকার নির্ভয়ার বাবা-মা।