Last Updated: Monday, December 10, 2012, 23:32
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫১ জন বন্দিকে মুক্তির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদের মধ্যে দুজন এসইউসিআই সদস্য। আজ মহাকরণে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এর আগে ৮৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দিয়েছে রাজ্য। মাওবাদী নেতা সুশীল রায় এখনও জেলে বন্দি। রাজ্য সরকার তাঁর জামিনের বিরোধিতা করবে না বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, বন্দিমুক্তি নিয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু ছত্রধর মাহাত সহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে আজ নীরবই থেকেছেন মুখ্যমন্ত্রী।