Last Updated: Saturday, January 11, 2014, 20:03
জমে উঠেছে বাংলা-রেলওয়েজ রঞ্জি কোয়ার্টার ফাইনাল। কাল, রবিবার ম্যাচের শেষদিনে রেলওয়েজকে ম্যাচ জিততে হলে করতে হবে ১৫৪ রান। বাংলার চাই ৭ উইকেট। বাংলার প্রধান চিন্তা `ঘরের শত্রু` অরিন্দম ঘোষ। বাংলা এখন তাকিয়ে অশোক দিন্দার দিকে। এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইন্দোরে খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে।