Last Updated: Saturday, December 21, 2013, 23:10
কতজন মানুষ একসঙ্গে নাচতে পারেন ? গিনেস রেকর্ড বলছে, চার হাজার চারশো বাহাত্তর জন। এই রেকর্ড ভাঙতে পাল্লা দিল কলকাতা। ইকো পার্কের কার্নিভ্যালে এ শহরে একসঙ্গে নাচলেন পাঁচ হাজার নারী-পুরুষ। ছিল ছোটরাও। হাজির ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষও। তৈরি হল কি কোনও নতুন রেকর্ড ? ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। শনিবার সকাল থেকেই ছোট বড় সকলের গন্তব্য ছিল নিউটাউনের ইকো পার্ক । বেলা যত গড়িয়েছে ততই কোলাহলে মুখরিত হয়েছে ইকো পার্কের উইন্টার কার্ণিভ্যাল। দুপুর সাড়ে বারোটার পরই বদলে যায় ছবিটা। গানের তালে তালে উদ্দাম ছন্দে তখন নাচছেন পাঁচ হাজার মানুষ। কিন্তু একসঙ্গে এত মানুষের এই উন্মাদনা কেন। কারণ কলকাতার সামনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানি