Last Updated: Tuesday, September 3, 2013, 23:41
ইজরায়েলি সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সিরিয়ায় মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ঘটনাচক্রে ইজরায়েলি সেনা ভূমধ্যসাগরে ওই মিসাইল-মহড়াটি চালিয়েছে আমেরিকার সঙ্গে যৌথভাবেই। যুদ্ধের আশঙ্কায় ভারতের শেয়ার বাজারে ধস নামে,ডলারের তুলনায় আরও নেমে যায় টাকা। বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন,সামরিক অভিযানের মাধ্যমে সিরিয়া-সঙ্কটের সমাধান কোনওভাবেই কাম্য নয়।