Last Updated: Monday, November 18, 2013, 23:11
মুক্তির প্রথম সপ্তাহান্তেই একশো কোটির ক্লাবের দাবিদার রামলীলা। শুক্রবার শুধু ভারতের বক্সঅফিসেই রামলীলার আয় ছিল ১৬ কোটি, শনিবার ১৭.২৫ কোটি ও রবিবারে ১৯.৫০ কোটির ব্যবসা করেছে রামলীলা। শুঘু ভারতে নয়, যুক্তরাজ্যেও এই সপ্তাহে প্রথম দশে রয়েছে রামলীলা।